DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলে রেকর্ড ৩৬৫০ জনের মৃত্যু

DoinikAstha
মার্চ ২৭, ২০২১ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাস্থ্যবিধি না মানা ও নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় ব্রাজিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ।

ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শুক্রবার ৩ হাজার ৬৫০ জন মারা গেছে।

এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে ভাইরাসজনিত এ মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।

গত দুসপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা যায় তিন হাজার লোক।

ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক।

এ ছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]