DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনে ফিরতে ‘আইএস শামীমাকে অনুমতি দেননি সুপ্রিম কোর্ট

DoinikAstha
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ

আইএসে যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগমকে সিরিয়া থেকে লন্ডনে ফেরার অনুমতি দেয়নি যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট।

কোর্ট অব আপিল গত বছরের জুলাইয়ে বলেছিল, তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত মোকাবিলায় তাকে ন্যায়সঙ্গত সুযোগ দেয়া হচ্ছে। ক্যাম্প থেকে সে তার মামলা লড়তে পারে না। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে তখন সুপ্রিমকোর্টকে অনুরোধ জানায় ব্রিটিশ সরকার।

এর আগে নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবিলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন শামিমা। তাকে বীভৎস উগ্রবাদী বলে আখ্যায়িত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।

পত্রিকাটি একটি প্রতিবেদনে বলে, আমাদের মাটিতে তার স্থান হতে পারে না। শামিমার দাবি ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এতে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন এবং তার মৃত্যুর ঝুঁকি রয়েছে।

সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার বছর দুয়েক আগে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছিল। তখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাজিদ জাভিদ।

স্কুলের দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে শামীমা যখন সিরিয়ায় পাড়ি জমান, তখন তার বয়স ছিল ১৫ বছর। পরে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন তিনি।

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি ক্যাম্পে বর্তমানে ২১ বছর বয়সী ওই তরুণী মানবেতর জীবন যাপন করছেন। তার স্বামী সিরীয় কারাগারে আছেন বলে মনে করা হচ্ছে। এবং তাদের তিনটি সন্তানই মারা গেছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০