বড়াইগ্রামে দেয়ালচাপা ও নদীতে ডুবে নিহত-২
স্টাফ রিপোর্টারঃ
নাটোর জেলার বড়াইগ্রামে পৃৃৃথক পৃথক ঘটনায় দুুই জনের মৃৃৃৃত্যু হয়েছে। তাদের একজন মাটির দেয়াল চাপা পড়ে ও অন্য জন গোসলে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা গ্রামে নিজ বাড়িতে মাটির দেয়াল ভেঙে গায়ের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যায় আম্বিয়া খাতুন (৫০)। তিনি ওই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী।
অপরদিকে একই সময় উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লুইস গেইট এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ উর্মি খাতুন (১৯)। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। নিহত উর্মি ওই এলাকার রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী। উর্মির ৬ মাসের এক সন্তান রয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, নিজ ঘরের দেয়াল লেপার সময় তা ভেঙে ওই নারীর ওপর পড়লে তার মৃত্যু হয়। অতিবৃষ্টিতে স্রোত থাকায় নদীতে নামার পর শাড়িতে পা আটকে গেলে উর্মি খাতুন ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।