‘হাতে অস্ত্র-মুখে হাসি’- এমন পোজ দেয়া বগুড়া-৭ আসনের স্বতন্ত্র এমপি রেজাউল করিম বাবলুর একটি ছবি ভাইরাল হয়। এরপর তার ফেসবুক টাইমলাইনে পাওয়া যায় একটি নগ্ন ছবি। পর পর দুটি ঘটনায় এখন সমালোচনার তুঙ্গে এমপি বাবলু।
নিজের ফেসবুকে নগ্ন ছবি পাওয়ার বিষয়ে এমপি বাবলু বলেন, হয়তো কেউ আমার ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেছে। এরপর ওই ব্যক্তি প্রথমে অস্ত্রের ছবি ও পরে নগ্ন একটি ছবি দিয়েছে। আমি ওই নগ্ন ছবি ডিলিট করে দিয়েছি। তবে আমার ফেসবুক আইডি হ্যাকড হয়নি।
নির্ধারিত বাজেটের বাইরে কোন খরচ করা চলবে না: প্রধানমন্ত্রী
ফেসবুকে অস্ত্রের পর নগ্ন ছবি আপলোডের ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় জিডি করেছেন এমপি রেজাউল করিম বাবলু। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করবেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া।
এমপি রেজাউল করিম বাবলুর অস্ত্র প্রদর্শনের ছবি ভাইরাল হয় শুক্রবার। শনিবারই তার ফেসবুক টাইমলাইনে পাওয়া যায় নগ্ন ছবি।