আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গে ভোট গণনা চলছে। রাজ্যটির পরবর্তী শাসনভার উঠছে কার হাতে? কে আসছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রাজ্যটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ই কি ফের মুখ্যমন্ত্রী হতে চলছেন? নাকি মোদি-অমিত শাহর আশা পূর্ণ করে প্রথমবারের মতো বাংলা দখল করবে বিজেপি? এর উত্তর মিলবে আজই।
বুথফেরত সমীক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। রোববার (২ মে) সকালে গণনা শুরু হওয়ার পর তেমনটাই দেখা যাচ্ছে। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। তাতে সকাল ৯টা পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।
পোস্টাল ব্যালটের গণনা অনুযায়ী, এ বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল। খড়্গপুর সদর, করণদিঘি, হেমতাবাদ, বারুইপুর পূর্ব এবং পশ্চিমেও এগিয়ে রয়েছে তৃণমূল। ঘাটাল, রায়গঞ্জ ও কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি।
এদিকে ভারতের এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত বিজেপি ৭২টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬৯টি আসনে এগিয়ে রয়েছে।