আন্তর্জাতিক ডেস্ক:
করোনা সংক্রমণের নতুন হটস্পট এখন ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৩০৬ জন।
একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬২৫ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭৬৭ জন এবং মারা গেছে এক লাখ ৭৮ হাজার ৭৯৩ জন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, ভারতে গত ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৬০ হাজার ৭৭৮ জন এবং মারা গেছে এক হাজার ৪৯৫ জন। সুস্থ হয়েছে এক কোটি ২৯ লাখ ৪৮ হাজার ৮৪৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৯ লাখ ৩০ হাজার ১২৬ জন।
করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার দুই শতাংশ এবং সুস্থতার হার ৯৮ শতাংশ।
জানা গেছে, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন এবং মারা গেছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জন।