DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভারতে করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আগুন

DoinikAstha
জানুয়ারি ২১, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পুনেতে অবস্থিত করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটে আগুন লেগেছে।আজ বৃহস্পতিবার দুপুরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোয়া পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ।

সেরাম ইনস্টিটিউটের সামনের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট পৌঁছে যায় এলাকায়। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন তারা।দুপুর ৩ টায় এই আগুন ঘটে। পুনের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই মুহূর্তে ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়ে যায়। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১