শিরোনাম:
ভাষা সংগ্রামী ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই
News Editor
- আপডেট সময় : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১০৬৮ বার পড়া হয়েছে
ভাষা সংগ্রামী অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সোয়া নয়টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। ১৯২৭ সালের ১ জানুয়ারি তার জন্ম।
গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষা সংগ্রামী বারডেমের আইসিইউতে ভর্তি হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বারডেম হাসপাতালের সার্জারী বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।
রোববার বাদ যোহর বারডেম জেনারেল হাসপাতালে তার জানাজা হবে। পরে তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান মির্জা মাজহারুল ইসলাম।