কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন হাট-বাজারে নামী-দামী ব্রান্ডের নকল সিগারেটে বাজার সয়লাব হয়ে গেছে। অবাধে বিক্রি হচ্ছে এসব নকল সিগারেট। আরেএতে করে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এসকল নকল সিগারেট কমদামে কিনে করে আসল বিভিন্ন ব্রান্ডের সিগারেট কোম্পানির প্যাকেটে ঢুকিয়ে তাদের নামে বিক্রি করছে।
জানা যায়, বর্তমানে বাজারে মন্ড নামে প্রতি প্যাকেট সিগারেট ২৭০ টাকা, গুরু নামে প্রতি প্যাকেট ১৬০ টাকা , ডব্লিউ টি-৯৯৯ নামে প্রতি প্যাকেট চুরুট (৫টি) ৩০০ টাকা, বেনসন প্রতি প্যাকেট ১৪০ টাকা, গোল্ড লিফ প্রতি প্যাকেট ৯০ টাকা এবং ডারবি নামে প্রতি প্যাকেট সিগারেট বিক্রি হচ্ছে ৩৯ টাকা। কিন্তু এসকল ব্রান্ডের নকল সিগারেট কম দরে দোকানদারদের কাছে বিক্রি করা হচ্ছে।
আর দোকানদাররা এসকল নকল সিগারেট অপেক্ষাকৃত কম মূল্যে কিনে আসল প্যাকেটে ঢুকিয়ে স্বাভাবিক মূল্যেই বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এতে করে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। গত শনিবার সন্ধ্যায় পার্শবর্তী উপজেলার রায়গঞ্জ বাজারের জনৈক সিরাজুল ইসলাম বিপুল পরিমাণ নকল ব্রান্ডের সিগারেট ভূরুঙ্গামারী বাজারে বিক্রি করছিলো।
এসময় স্থানীয় লোকজন তাকে নকল সিগারেটের প্যাকেটসহ আটক করে। ঐসকল প্যাকেটে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন নাম নেই এবং জাল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, সে টাঙ্গাইল সদরের জিয়া হক নামে জনৈক ব্যক্তির নিকট থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে এসকল সিগারেট এনে বিক্রি করছে।
আটককৃত ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে ভূরুঙ্গামারীর জয়মনিরহাট কাস্টম ইন্সপেক্টর বছির উদ্দিন জানান, তথ্য পেলে তারা যৌথ অভিযান পরিচালনা করেন। কিন্তু, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।