DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১০ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হয়নি: রংপুরে বাণিজ্যমন্ত্রী

News Editor
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ভ্যাকসিন নিয়ে কোন সমস্যা হয়নি: রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, এ সরকার নদী, খাল বিল পুনঃ খনন করে পানির গতিপর্থ সচল রাখছে। এতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। যাতে করে সব মানুষ এর সুফল পেতে পারে। করোনার ভ্যাকসিন নিয়ে গুজব ছড়াবেন না। ভ্যাকসিন নিয়ে লাখে এক জনের সমস্যা হয়নি। সবাই সুস্থ্য আছে। শনিবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের কাটানদী পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জমির রবু সরদারের সভাপতিত্বে স্থানীয় সারা মেমোরিয়াল স্কুল মাঠে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বাণিজ্যমন্ত্রী বলেন, এ কাটানদীর দু’পাড়ের বাসিন্দারা এর সুফল পাবেন। প্রধানমন্ত্রীর অর্থায়নে এ খাল খনন কাজ হবে।

গ্রামের মানুষ যাতে এ সুবিধা পায় সেজন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সকালে বানিজ্য মন্ত্রী উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেলে তিনি তাম্বুলপুর ইউনিয়নের আ,লীগ নেতা মরহুম শামসুল হক তহসিলদারের কবর জিয়ারত করেন। এর আগে তাম্বুলপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের সমর্থনে কয়েক শতাধিক নারী-পুরুষ স্থানীয় সোনারায় কারবালা স্কুল মাঠে বাণিজ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার ফেষ্টুন নিয়ে সমবেত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১