মধ্যনগরে বন্যার ভাঙ্গনে বিলীন পাকা বাড়ি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন চামরদানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবিদনগর বাজারের বন্যায় বাঁধ ভাঙ্গার কবলে পড়ে বিলীন হয়েছে ২টি পাঁকা বাড়ি।
গতকাল সন্ধ্যায় আবিদনগর বাজারের দক্ষিণ পার্শ্ববর্তী হাওর রক্ষা বাঁধটি কিরকুলী কান্দা দিয়ে প্রায় দুই শত ফুট চওড়া হয়ে ভেঙ্গে পানি ডুকতে শুরু করে। ক্রমেই ভাঙ্গা আবিদনগর বাজারের দিকে এগুতে থাকে এবং সবশেষে ১৮ই মে বুধবার রাত ১০টার দিকে আবিদনগর গ্রামের মোঃ হায়দার আলী’র ধান, চাল ভর্তি ১টি পুরো পাকা ঘর ও জুলফিকার আলী ভুট্টোর ১টি পাকা বসত ঘর বন্যায় বাধঁ ভাঙ্গার গর্ভে বিলীন হয়ে যায়।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোঃ ফুয়াদ মিয়া বলেন, ভাঙ্গনের পরিস্থিতি যখন ভয়ানক মনে হয়েছে তখন সবাইকে সরিয়ে নেই। তবে আসবাবপত্র, ধান, চাল গুলো রক্ষা করা যায় নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।