DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মমতাকে সরিয়ে তবেই বিজেপি থামবে: যুব মোর্চার সভাপতি

News Editor
অক্টোবর ৮, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

বিজেপির নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ইচ্ছাকৃত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। এছাড়া মমতা সরকার গণতন্ত্র আর সংবিধানকে হনন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে ঘিরে চরম সহিংসতার পর কলকাতার মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, “বাংলায় আজ একটা কালো দিন। বাংলার গণতন্ত্রকে আজ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পশ্চিমবঙ্গে দেশের সব থেকে দুর্নীতিবাজ সরকার চলছে। এত দুর্নীতি আর কাটমানির সরকারের জন্য বাংলায় বেকারত্ব বাড়ছে। বাংলায় বিজেপি সরকার গড়বে। এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে তবেই বিজেপি থামবে। 

তেজস্বী সূর্য বলেন, আমি বাংলা থেকে কর্মসূচি শুরু করলাম কারণ এ রাজ্যে গণতন্ত্রকে বাঁচাতে হবে। বাংলার সমস্ত দেশপ্রেমী যুবককে আশ্বস্ত করতে চাই গোটা দেশের যুবসমাজ আপনাদের পাশে আছে। নিজেদের একা ভাববেন না। এ তো সংঘর্ষের শুরু। মমতা দিদি যুব মোর্চাকে ভয় পেয়েছেন। তাই নবান্ন দুদিনের জন্য বন্ধ রাখলেন। এই ভয় পাওয়াটা ভাল।”

তিনি আরও বলেন, “বাংলাতেও নতুন সূর্যোদয় হবে। পশ্চিমবঙ্গেও বিপুল জনমত পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এবার আসবে বিজেপির সরকার।” তার দাবি, আজ ১০০০-এর বেশি বিজেপি কর্মী-সমর্থক পুলিশের অত্যাচারে আহত হয়েছেন। প্রায় ৫০০ জন গ্রেফতার হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪