DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মহামারী সত্ত্বেও বেড়েছে সামরিক ব্যয়

DoinikAstha
এপ্রিল ২৬, ২০২১ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ

মহামারী করোনাভাইরাসের অর্থনৈতিক প্রভাব উপেক্ষা করে ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি পেয়ে প্রায় দুই ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আজ সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেন গবেষকরা। খবর এএফপি’র।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২.৬ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ সময় বিশ্বব্যাপী জিডিপি ৪.৪ শতাংশ সংকুচিত হয়েছে।

আরো পড়ুন :  প্রেসিডেন্ট হিসেবে টানা ৫ম বারের মতো শপথ নিলেন পুতিন

এ প্রতিবেদন লেখকদের একজন দিগো লোপেজ দ্য সিলভা এএফপি’কে বলেন, এমন নাজুক পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বৃদ্ধি ছিল অপ্রত্যাশিত।

তিনি বলেন, ‘মহামারী করোনাভাইরাসের কারণে ধারণা করা হয়েছিল, ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় হ্রাস পাবে। কিন্তু অবশেষে দেখা গেল, কোভিড-১৯ ২০২০ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১