মহেশপুরে ৭০টি ভূমিহীন পরিবার পেলো ঘর ও জমির দলিল
মোঃ মশিয়ার রহমান টিংকু/মহেশপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঝিনাইদহের মহেশপুরে ৭০টি ভূমিহীন অহসায় পরিবার পেলো মাথা গোজার ঠাই। সেই সাথে ৭০টি ভূমিহীন অহসায় পরিবারকে দেওয়া হলো জমির দলিলও।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন অহসায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে জমির দলিল ও ঘর বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর ও জমির দলিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, থানার অফিসার ইনর্চাজ সেলিম মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার প্রমুখ।