মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- আপডেট সময় : ১২:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১০৭৬ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় “মাটিরাঙ্গায় জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টে” চ্যাম্পিয়ন হয়েছে গোমতি ফুটবল একাডেমী। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় নি। ফলে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বড়নাল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোমতি ফুটবল একাডেমী। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান চ্যাম্পিয়ন গোমতি ফুটবল একাডেমীর খেলোয়াড় আসাদ ভুইয়া।

খেলা শেষে চ্যাম্পিয়ন গোমতি ফুটবল একাডেমীল হাতে ট্রফি ও এলইডি টিভি এবং রানার্স আপ বড়নাল স্পোর্টিং ক্লাবকে ট্রফি ও এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন ৪০ বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ সোহলে আহমেদ পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গনি ও গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন প্রমুখ।
























