মাটিরাঙ্গা সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ১২১০ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় অংশ হিসেবে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১০ আগষ্ট) সকালে পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন এসব সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোঃ মাসুদ খান।
এসময় মেজর সামিউল হক সামিসহ সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় ৪ জন হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ জানানো হয়েছে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










