DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Astha Desk
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন।

খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার ওয়েন চাকমার সভাপতিত্বে ও সহকারী লাইব্রেরিয়ান রিকেন চাকমার সঞ্চালনায় বক্তারা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ তথা সারা বিশ্বের নিকট গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও স্বীকৃত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশের মানুষ এই ভাষার জন্যই জীবন দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি মনযোগী হওয়ার আহবান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০