মানিকছড়িতে পিকআপ ভ্যানে ধাক্কা বাক প্রতিবন্ধি নিহত
- আপডেট সময় : ১১:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ১৩৫৭ বার পড়া হয়েছে
মানিকছড়িতে পিকআপ ভ্যানে ধাক্কা বাক প্রতিবন্ধি নিহত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি ময়ূরখীল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা খালি পিকআপ ভ্যান গাড়ি (চট্ট-মেট্টো ন ১১-৬৯০৯)র ধাক্কায় এক বাক-প্রতিবন্ধি নিহত হয়েছেন।
আজ রবিবার ২৪ আগষ্ট) রাত সাড়ে ৯ টায় দিকে মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন ব্রীজের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির হলেন, বাটনাতলী ইউনিয়নের মরাডলু ৩নং ওয়ার্ডে মৃত অংক্যহ্লা মগ ও মাতা আপ্রু মগিনী চতুর্থ সন্তান বাক-প্রতিবন্ধি চাইহ্লাপ্রু মগ (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা দ্রুতগতিতে বিপরীত দিক দিয়ে আসা মহিলাটিকে ধাক্কা দিলে সে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের ভাই চাইথোয়াই মগ বলেন, তারা ৫ ভাই ২ বোনে মধ্যে নিহত চাইহ্লাপ্রু বাক- প্রতিবন্ধি চতুর্থ। সে উপজেলা বাজারের দোকানে ও বিভিন্ন লোকজন থেকে ভিক্ষা করতেন। আজও বাজার থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে পুলিশ। পিকআপ ভ্যানে গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।