মানিকছড়িতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন- চেংগুছড়া, রানার্স আপ-নবজাগরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের চেংগুছাড়া এলাকায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ৯ মার্চ) বিকেলে চেংগুছড়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় উপজেলা সদরের নবজাগরণ স্পোর্টিং ক্লাব ও চেংগুছাড়া ক্রিকেট একাদশ’র মুখোমুখি হয়। উক্ত খেলায় নবজাগরণ স্পোর্টিং ক্লাবকে ১৩ রানে পরাজিত করে টুর্নামেন্টর চ্যাম্পিয় হয় চেংগুছড়া একাদশ।
খেলার শুরুতেই টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় চেংগুছড়া একাদশ। নির্ধারিত ১২ ওভার শেষে দলিয় সংগ্রহ দাড়ায় ১৪৩ রান। ১৪৪ রান টার্গেট তারা করে ১৩০ রানে থামে নবজাগরণের ইনিংস। যার ফলে ১৩ রানের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় চেংগুছড়া ক্রিকেট একাদশ।
তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রুবেল’র সঞ্চালনায় ও তিনটহরী ইউপি সদস্য ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, তিনটহরী ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাহার মিয়া, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল পাশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের মো. মানিক মাহমুদ (আরজেএস), ম্যান অব দ্যা ফাইনাল মোঃ মামুনুর রশীদ (নবজাগরণ স্পোর্টিং ক্লাব), সেরা ব্যাটসম্যান মোঃ রায়হান (আদর্শ যুব সংঘ) ও সেরা বোলার হিসেবে মোঃ আরিফুল ইসলাম তারেক (নবজাগরণ) এর হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা। সেই সাথে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে প্রাইজমানি ও ট্রাফি তুলেদেন অতিথিরা।