DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১০ অভিবাসী আটক

Doinik Astha
আগস্ট ১, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।

দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করা ১১০ বিদেশিকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগ কর্তাকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।

প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার এক বিবৃতিতে বলেছেন, অভিযানের সময় ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিসও জারি করা হয়।

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) সুরক্ষার সন্দেহে ৩১ বছর বয়সি এক স্থানীয় ব্যক্তি, যিনি কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন, তাকেও আটক করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০