DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৯শে মে ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৯শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ নিহত-৪

Astha Desk
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মিরপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ নিহত-৪

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। আজ বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) শিয়ালবাড়ী এলাকায় রাত ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিরপুরের চিড়িয়াখানার শিয়ালবাড়ী ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি এলাকায় বিদ্যুতের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে। এতে বেশ কয়েকজন বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই এক শিশুসহ চারজনের মৃত্যু হয়। নিহতের মধ্যে তিনজন একই পরিবারের বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এই তথ্য পুলিশ কিংবা হাসপাতাল থেকে নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মিরপুর-১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চার জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছেন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি জসিম উদ্দিন বলেন, ‘বৃষ্টির মধ্যে বিদ্যুতায়িত হয়ে চারজন নিহতের ঘটনা ঘটে। তাদের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ১৬:৩৪
  • ১৮:৪২
  • ২০:০৬
  • ৫:১২