বিনোদন ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও তারান্নুম আফরিনের গাওয়া ‘হারায় প্রয়োজন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিং।
উত্তরার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মোহন ইসলাম। ‘হারায় প্রয়োজন’ গানটির গল্প লিখেছেন এস.অর্ক।সিনেমেট্রগ্রাফার বিকাশ শাহা। এছাড়া এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছের মিলন নিজেই এবং মডেলিং করেছেন অনিন্দিতা মিমি। স্নাহাশিস গোশের কথায় গানটির সংগীতায়জন করেছেন মোহাম্মাদ রনি হোসাইন। এটি প্রযোজনা করেছেন কাউছার হোসেন।
জানা গেছে, আগামী বৃহস্পতিবার সান প্রডাকশন হাউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।