আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় পুলিশের গুলিতে আরও ৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিবিসি খবরে এ তথ্য জানায়।
খবরে জানায়, শুক্রবার দেশটিতে বিক্ষোভে নিহত ৯ বিক্ষোভকারীসহ মোট নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়েছে। এ ছাড়া বিবিসির এক সাংবাদিককেও আটক করেছে জান্তা সরকার। এই নিয়ে দেশটিতে ৪০ জন গণমাধ্যমকর্মীকে আটক করা হলো।
এদিকে সাধারণ মানুষ ইয়াঙ্গুন ও বড় শহরগুলো থেকে পালিয়ে যাচ্ছে। তারা ছোট শহর ও মফস্বল এলাকায় আশ্রয় নিচ্ছে। এছাড়া দেশটির ৬০টিরও বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী।
এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মিয়ানমারের এই বিক্ষোভে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা জানান। পাশাপাশি তিনি মিয়ানমারের চলমান সংকট নিয়ে আলোচনা করতে আসিয়ানের সদস্য দেশগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।