আস্থা ডেস্কঃ অবশেষে মুক্তি পেলেন সৌদি ব্লগার রাইফ বাদাওয়ি। এক দশক ধরে তিনি কারবন্দী ছিলেন।
কানাডা থেকে রাইফ বাদাওয়ির স্ত্রী ইনসাফ হায়দারের বরাত দিয়ে আজ শনিবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তিন সন্তান নিয়ে এখন কানাডায় আছেন রাইফ বাদাওয়ির স্ত্রী ইনসাফ হায়দার। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, রাইফ ফোন করেছিল। সে এখন মুক্ত।
রাইফ বাদাওয়ির ছেলেও টুইটারে দেওয়া বার্তায় বলেন, ‘আমার বাবা এখন মুক্ত’। তবে রাইফের মুক্তি নিয়ে সৌদি সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
১ মার্চ রাইফ কারামুক্ত হন, তবে কারামুক্ত হলেও তাঁর দেশত্যাগে ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট না।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বলছে, রাইফের কানাডায় ফেরা নিয়ে কাজ করছে তারা।
২০০৮ সালে ‘লিবারেল সৌদি নেটওয়ার্ক’ প্রতিষ্ঠা করে সৌদি আরবের ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে বিতর্ককে উৎসাহিত করার চেষ্টা চালিয়েছিলেন রাইফ (৩৮)।