আন্তর্জাতিক ডেস্ক:
রাতভর অচলাবস্থার পর মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি জেলায় ‘আটকে পড়া’ কয়েকশ’ বিক্ষোভকারী মঙ্গলবার ভোরের দিকে ছাড়া পেয়েছেন।
তবে সনচোং জেলায় রাতভর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। খবর আলজারিরার।
অ্যাক্টিভিস্টরা মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পড়া বেশ কিছুসংখ্যক বিক্ষোভকারী ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়েছে।
এদিকে বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে গেলে তারা ভোরে ওই এলাকা থেকে বেরিয়ে আসেন।
এর আগে ইয়াঙ্গুনের সনচোং জেলায় নিরাপত্তা বাহিনী সোমবার প্রায় দুইশ’র মতো বিক্ষোভকারীকে চারদিক থেকে ঘিরে ফেললে তারা একটি ভবনে আটকা পড়ে।
জাতিসংঘ বলছে, বিক্ষোভকারী দলটি ইয়াঙ্গুনের সনচুং এলাকার চার রাস্তা এলাকা থেকে বের হওয়ার সময় আটকা পড়েন।
জেলার বাইরে থেকে কেউ এসেছে কিনা তা খুঁজতে পুলিশ ওই এলাকায় বাড়িঘরে তল্লাশি করছিল।
দেশটিতে ১ ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে। এ পর্যন্ত অন্তত ৫৪ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে সোমবারও দেশটিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান এবং অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।