DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪
ঢাকাশুক্রবার ৩রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

Abdullah
এপ্রিল ৩০, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুরাদনগরে শান্তিপূর্ন পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

 

 

সাইদুজ্জামান ভুইয়া/কুমিল্লা প্রতিনিধিঃ

 

 

কুমিল্লার মুরাদনগরে প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর মুরাদনগর উপজেলায় কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসিতে ৫৭০৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ১৩২০ জন ও কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনালে ১৪৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অভিভাবক ও বহিরাগতরা যেন পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত সীমানায় প্রবেশ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

 

এছাড়াও প্রথম দিনের পরীক্ষা আরম্ভ হওয়ার সাথে সাথে মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল ও মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ কেন্দ্রগুলো পরিদর্শন করতে যান।
এসময় মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়, দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, বাঁশকাইট পি জে উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজসহ বিভিন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন তারা।

 

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, এ উপজেলায় নকলমুক্ত পরিবেশে সবকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বহিরাগতরা কোনরকম ভাবেই যেন নকল সরবরাহ করতে না পারে তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থেকে পরীক্ষা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। আমরা আগামী সবকটি পরিক্ষায় কেন্দ্রগুলোতে নজরদারি রাখব।

 

মুরাদনগর থানার

 

 

আজিজুল বারী ইবনে জলিল বলেন, সবকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়োজন স্বাপেক্ষে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করার জন্য প্রস্তুত আছি। এ উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সচেষ্ট রয়েছে। শান্তিপূর্ন পরিবেশে যেন পরীক্ষা শেষ করা যায় সে লক্ষে মুরাদনগর থানা পুলিশ সবসময় পাশে থাকবে।
এবছর এসএসসির ১১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৮০৬জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছেন ৫৭০৪ জন, অনুপস্থিত ১০২জন। দাখিল ৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩৭৮জন, পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১৩২০ জন, অনুপস্থিত ৫৮ জন। ভোকেশনাল ১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৮জন, পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১৪৬জন, অনুপস্থিত ছিলেন ২জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪