DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সম্মেলন

News Editor
নভেম্বর ১৬, ২০২০ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদ হোসেন শাহিন- মেলান্দহ প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৫ ই নভেম্বর রবিবার বিকাল তিনটায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে ঐতিহাসিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন নিহাদুল ইসলাম নিহাদ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  ও জামালপুর -৩ আসনের সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জামালপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট বাকিবিল্লাহ,  সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, মেলান্দহ পৌরসভা মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা ,  উপজেলা আওয়ামী লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি  মোহাম্মদ আলী জিন্নাহ,সাদারন সম্পাদক মোঃ জিন্নাহ।সম্মেলনেপ্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলন  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জিত চন্দ্র দাস সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মাকসুদ বিন জলাল (প্লাবন) সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখা। সম্মেলনে সভাপতিত্ব করেন খালেদ আল হোসাইন আরজু সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ মেলান্দহ উপজেলা শাখা। সম্মেলনে  সঞ্চালনায় ছিলেন  কামরুল হাসান আল আমিন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা উপজেলা শাখা। সম্মেলন  সভাপতি হিসেবে আল আমিন ও সেক্রেটারি হিসেবে খালেদ আল রহমান আপন কে ঘোষনা করা হয়।                                                                                                                                                                                                                         আর নেই সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক   জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে খালেদ শওকত আলী। সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কর্নেল শওকত আলী। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তিনি সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি হন। বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক। পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা। আরও পড়ুন ঃগাইবান্ধায় ঈমাম ওলামা পরিষদের প্রতিবাদ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ নভেম্বর) পৃথক শোকবার্তায় তারা এ সমবেদনা জানান। শোকবার্তায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশ এক প্রবীণ জননেতাকে হারালো, আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে। বাতাসে বাড়ছে ‘বিষ’,বিশেষজ্ঞদের জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ এ ছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী এক শোক বার্তায় ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবাইকে গভীর সমবেদনা জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪