DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মোড়েলগঞ্জ ঢাকাগামী বাস উল্টে খাদে

Astha Desk
জুন ২৩, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোড়েলগঞ্জ ঢাকাগামী বাস উল্টে খাদে

মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার‌ মোড়েলগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এর কাছে ফাল্গুনী পরিবহন (খুলনা মেট্রো ল ১১০০৮৯) একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে গেছে।

 

শরণখোলা রায়েন্দা বাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন ফাল্গুনী একটি ভ্যান বাঁচাতে গিয়ে রাস্তার বাইরে খাদে পড়ে যায়। আজ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঢাকার উদ্দেশ্যে শরণখোলা থেকে ছেড়ে আসে মোরেলগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে এসে পৌঁছালে এক ভ্যান চালককে বাঁচাতে গিয়ে বৈদ্যুতিক তারের পিলার ভেঙে বাস খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিস উদ্ধার টিম ও এলাকাবাসী মিলে আহতদের উদ্ধার করেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ফাল্গুনী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রায়েন্দা বাজার থেকে ছেড়ে এসে ভ্যানের  মুখোমুখি হয়। এসময় ভ্যান গাড়িটি বাাঁচাতে বাস ড্রাইভার পাস কাটাতে গেলে বাস গাড়িটি খাদে পড়ে যায়। বাসটিতে ১০ থেকে ১২জন যাত্রী ছিল তবে তাদের গুরুতর আহত কেউ নেই । ভ্যানচালক গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

মোড়লগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান নিজের উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১