DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২রা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ হাফিজ সঙ্গে অন্যায় করা হয়েছে -সেলিম মালিক

DoinikAstha
ফেব্রুয়ারি ২, ২০২১ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

নিজ দেশের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা হয়নি গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের। এর পিছনে বিভিন্ন কারণ খোঁজা হচ্ছে। তবে হাফিজের এই বাদ পড়াকে তার সাথে অন্যায় আচরণ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক সেলিম মালিক।

গত বছর ১০ ম্যাচে প্রায় ১৫৩ স্ট্রাইক রেটে ৮৩.০০ গড়ে ৪১৫ রান করেছেন হাফিজ। দুইয়ে ছিলেন ১১ ম্যাচে ৪০৪ রান করা ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা ফর্মে থাকা ৪০ বছর বয়সী হাফিজ সংক্ষিপ্ত ভার্সনে নিজের শেষ ১২টি আন্তর্জাতিক ম্যাচে ১৫৩ স্ট্রাইক রেটে ১০০.৪০ গড়ে মোট ৫০২ রান করেছেন।

সবশেষ নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই খেলায় ৯৯* ও ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাফিজ। আগের সিরিজে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও পরের সিরিজে হাফিজকে বাদ দেয়ায় হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারসহ সমর্থকরাও।

হোম সিরিজে মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ায় রীতিমতো হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, দলে একজন সিনিয়র ক্রিকেটারের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র ছাড়া পুরো চাপ জুনিয়রদের ওপর পড়ে যায়। জুনিয়রদের অবশ্যই সুযোগ করে দিতে হবে, তাই বলে প্রবীণদের উপেক্ষা করা উচিত নয়। হাফিজ পাকিস্তানের একজন দুর্দান্ত ক্রিকেটার, সে অবিশ্বাস্য ফর্মে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হাফিজকে বাদ দেয়া ঠিক হয়নি।

সেলিম মালিক আরো বলেছেন, আমার মনে হয় মোহাম্মদ হাফিজের সঙ্গে পিসিবি অবিচার করেছে। কিছু লোক আছে যারা সিনিয়রদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলাতে চায় না। আমি মনে করি হাফিজের সঙ্গে অন্যায় করা হয়েছে।

গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল হক, অধিনায়ক আজহার আলী ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। বিষয়টি জানার পর ভালোভাবে নেয়নি পিসিবি। শুধু তাই নয়, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কারণ দর্শাতে হয় হাফিজ-আজহারদের।

আরো পড়ুন :  কিশোগরগঞ্জে বত্রিশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সেই ঘটনার ইঙ্গিত দিয়ে সেলিম মালিক বলেছেন, আমি মনে করি না যে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ায় হাফিজকে এমন শাস্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া কোনো খারাপ কিছু নয়। এমন অনেক লোক আছে যাদের সেখানে যাওয়া উচিত ছিল না, তারাও সেই জায়গায় গিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪