যশোরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১০৬৬ বার পড়া হয়েছে
যশোরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
যশোর প্রতিনিধি:
যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছেনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটি বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গতকাল সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুকুরে লাশ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

















