DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫
ঢাকাবুধবার ৭ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনে মৃত্যু

Astha Desk
জুন ৩০, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনে মৃত্যু

 

আস্থা ডেস্কঃ

যশোর জেলার চৌগাছায় উপজেলায় পৃথক পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০জুন) দুপুরে ও বিকালে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম (৪৬) নামে এক সহকারী অধ্যাপক ও রিয়াদ হাসান (১৩) নামে এক স্কুলছাত্র।

 

রেজাউল ইসলাম উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদের ছেলে এবং মহেশপুর উপজেলার কাঠগড়ার ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। রিয়াদ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের আমজাদ হোসেন স্বপ্নের ছেলে ও ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

 

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পাতিবিলা মাঠের নিজের জমি থেকে সহকারী অধ্যাপক রেজাউল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। নিজের জমিতে একটি বড় লোহার দা দিয়ে আগাছা পরিষ্কারের সময় জমিতে অবৈধ আর্থিংয়ের তারে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

 

অপরদিকে বিকেল সাড়ে ৫টার দিকে কাদবিলা গ্রামে নিজেদের বাড়ির একটি ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় রিয়াদ হাসান।

 

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১