শিরোনাম:
যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কী আন্দোলন করবে: তথ্যমন্ত্রী
News Editor
- আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১০৫৮ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা কী আন্দোলন করবে। রোববার (১১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা নিজেদের দলের কাছেই অপ্রিয় তারা দেশের মানুষের কাছে কীভাবে প্রিয় হবে।
বিএনপিকে নিজেদের দল গোছানোর পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী
এ সময় তিনি আরও বলেন, বিএনপিকে আগে দলকে গোছানোর পরামর্শ দেব। নিজেদের কর্মীদের মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে নিজেদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আগে তা সামলান।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন করতে গিয়ে যার কাছ থেকে বেশি চাঁদা পাওয়া গেছে তাকে নমিনেশন দেওয়া হয়েছে। ফের আরও বেশি চাঁদা যে দিয়েছে আগেরটা বাদ দিয়ে আরেকটা দেওয়া হয়েছে।


















