DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সিটি কর্পোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযান।

DoinikAstha
আগস্ট ৩১, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর সিটি কর্পোরেশনে আজ মঙ্গলবার দুপুরে ট্রাকস্টান্ড সংলগ্ন ২১ নং ওয়ার্ডের হাবিবনগর গলিতে সিটি কর্পোরেশনের দুই শতক জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উক্ত জমি ডঃ শাহীন আরা বেগম রংপুর সিটি কর্পোরেশনকে দান করেন যেটি রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম।

তিনি বলেন, সিটি কর্পোরেশেনের জায়গা যেখানেই অবৈধ দখল থাকবে সেখানেই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পুলিশ পরিদর্শক মেহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উচ্ছেদ অভিযানে সহায়তা করেন। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন দখলকৃত পক্ষের জনৈক ব্যাক্তি।

ঘটনাস্থলে উপস্থিত থেকে রংপুর সিটির ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর মন্জু মিয়া সাংবাদিকদের জানান, আজ থেকে কোনো অবস্থাতেই সিটি কর্পোরেশনের জায়গা আর কোথাও অবৈধ দখল করে রাখতে দেওয়া হবে না।তিনি এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। সার্ভেয়ারের পরিমাপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা হয়নি বলে দাবী ডঃ শাহীনআরা বেগম।

আরো পড়ুন :  দুর্নীতির অভিযোগে ওসি মাসুদ এখন এসআই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪