বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের সানাই বাজতে চলেছে! শিগগিরই রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আলিয়া ভাট। নীতু কাপুরের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই এমন জল্পনা ছড়িয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নাচের অনুশীলন করছেন নীতু কাপুর জোর কদমে। নীতু কাপুরের ওই ভিডিও থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন, এবার বোধ হয় বলিউডের অন্যতম জুটির বিয়ের আসর বসতে চলেছে।
মা হতে চলেছেন অভিনত্রী অনিতা হাসানন্দনি (ভিডিও)
তবে করোনা আবহের মধ্যে ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর পরিবর্তে হয়তো ঘরোয়া আনুষ্ঠানের মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। যদিও দুই তারকার তরফে কোনো মন্তব্য করা হয়নি।এদিকে, ভাট পরিবার এবং কাপুর পরিবারও মুখে কুলুপ এঁটেছে। লকডাউন উঠে যাওয়ার পর ব্রক্ষ্মাস্ত্রের শেষ পর্যায়ের শুটিং শুরু করেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। চলতি বছরের শেষে ব্রক্ষ্মাস্ত্র-এর মুক্তি পাওয়ার কথা।
অন্যদিকে আলিয়া সম্প্রতি শুরু করেছেন সঞ্জয় লীলা বনশালির সিনেমা গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং।