DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে প্রশিক্ষণকালে ফ্রেন্ডলী ফায়ারে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

Astha Desk
জানুয়ারি ১০, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে প্রশিক্ষণকালে ফ্রেন্ডলী ফায়ারে ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

 

স্টাফ রিপোর্টারঃ

 

 

রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পি.এস.টি.এস) প্রশিক্ষণকালে ফ্রেন্ডলী ফায়ারে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

কাউখালী থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটির উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল ( পিএসটিএস)’য়ে মঙ্গলবার সকালে বার্ষিক অনুশীলনের সময় অসাবধানতা বশতঃ এ দূর্ঘনা ঘটে। গুলিবিদ্ধ তিন জন হলেন, নারী কনস্টেবল মিনুয়ারা বেগম, কনস্টেবল অভি বড়ুয়া ও সুমন। ঘটনার পর পরই আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তারা সকলেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় কর্মরত। এদের মধ্যে মিনুয়ারা আকবর শাহ থানা ও অপর দু’জন বাকলিয়া থানার পুলিশ সদস্য। বর্তমানে চিকিৎসাধীন তিন পুলিশ সদস্য শঙ্কামুক্ত রয়েছে।

 

কাউখালী থানার ওসি মোহাম্মদ পরভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বার্ষিক অনুশীলনে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাঙামাটির জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বেতবুনিয়ায় প্রশিক্ষণ চলাকালে এক নারী পুলিশ সদস্যের অসাবধানতার কারণে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। তিনজনই সুস্থ শঙ্কামুক্ত। ঘটনা এতোবড় নয় বলে যোগ করেন এ কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]