রাঙামাটিতে লিগ্যাল এইডের মাধ্যমে
পৈত্রিক বসতবাড়ি রক্ষায় হতদরিদ্র
রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি থেকে লিগ্যাল এইড’র সহায়তা নিতে ছুটে এলেন অসহায় এক নারী। ভূমিদস্যুরা মীমাংসায় না আসায় নারীকে আইনী সহায়তা দিচ্ছে খোদ লিগ্যাল এইড। যে কারেন পৈত্রিক বসতবাড়ি রক্ষায় আশার আলো দেখছে এই হতদরিদ্র নারী ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় দেড়’শ কিলোমিটার দূরের ভারত সীমান্ত লাগোয়া রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অসহায় এক নারী পৈত্রিক বসতবাড়ি রক্ষায় লিগ্যাল এইড ‘র সাহায্য প্রার্থনা করেন।
অসহায় এই নারী দূর্গম বাঘাইছড়ি থেকে আপোষে বিরোধ মীমাংসার জন্য আসেন। প্রতি তারিখে আসলেও অপর পক্ষ বিভিন্ন অজুহাতে অনুপস্থিত থাকতেন।
৫০/৬০ বছর আগের পৈতৃক বসতবাড়ী হতদরিদ্র নারীর কাছ থেকে হাতিয়ে নিতে স্থানীয় ভূমিদস্যুরা একাধিকবার প্রচেষ্টা চালায়। জবর দখলের উদ্যোগ ব্যার্থ হওয়ায় প্রতারক চক্র তা স্থানীয় মসজিদকে দান করেছেন দেখান। যাতে মসজিদ’র নাম ব্যবহার করে হতদরিদ্র এই মহিলাকে তার পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদ করা সহজ হয়।
প্রতিপক্ষ আপোষে বিরোধ মীমাংসায় রাজী না হওয়ায় এই অসহায় মহিলার পক্ষে জেলা লিগ্যাল এইড অফিস সরকারি খরচে আইনগত সহায়তার জন্য আইনজীবী নিয়োগ করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
রাঙামাটি জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ এ বিষয়ক মতামতে বলেন, অসহায় কোন মানুষ আইনী সহায়তা না পেয়ে আদালত থেকে ফিরে যেতে হবে না। সরকার সব মানুষের আইন পাওয়ার অধিকার নিশ্চিত করছে। টাকা ছাড়াও এখন লিগ্যাল এইড’র মাধ্যমে আইনী সহায়তা পাওয়া সম্ভব।