রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ট্রাক-মোটরবাইক সংঘর্ষে হতাহত-দুই
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ট্রাক-মোটরবাইক সংঘর্ষে পপি চাকমা (২৫) নামে নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত মোটরবাইক চালক ওলবিন চাকমা (২৮) তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার রাত আনুমানিক ৯টায় নানিয়ারচর উপজেলার ঘীলাছড়ির কলগ পাড়া সংলগ্ন রাঙামাটি – খাগড়াছড়ি সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী পপি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিনি দূর্ঘটনা কবলিত মোটরবাইক চালক ওলবিন চাকমার স্ত্রী। তারা উভয়ই খাগড়াছড়ি জেলা সদরের বাবুছড়ার বাসিন্দা।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, ‘ঘটনাটি রাত ৯টার দিকে ঘিলাছড়ি বাজারের অনতিদূরের যাত্রী ছাউনির কাছে দুর্ঘটনা ঘটে। এ ঘটনার আইনী প্রক্রিয়া চলছে। লাশ থানায় নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।