DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড ভেঙে ভারতে একদিনে ১ লাখ ১৫ হাজার করোনা আক্রান্ত

DoinikAstha
এপ্রিল ৭, ২০২১ ৫:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

কোভিড ১৯-এ বিপর্যস্ত ভারত। মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে রোজ শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে এক লাখ ১৫ হাজার ২৪৯ জন আক্রান্ত হয়েছেন।  এক বছরেরও বেশি সময় ধরে চলমান মহামারিতে দেশটিতে দৈনিক সংক্রমণের এটিই সবচেয়ে বড় পরিসংখ্যান।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একদিনে সর্বোচ্চ এক লাখ তিন হাজার ৮৪৪ জন আক্রান্তের খবর দেয়।  বুধবারের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারসের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে।  মারা গেছেন ৬৩১ জন।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় এক কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে।  এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ লাখ আট হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।   এ নিয়ে ২৫ কোটি ১৪ লাখ ৪০ হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হলো।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ২৪ ঘণ্টায় ৬৩০ জনের মৃত্যু হয়েছে,  যা গত চার  মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  ৫ নভেম্বর এত বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। গত সোমবার দেশটিতে প্রথমবারের মতো দৈনিক এক লাখ সংক্রমণের খবর আসে।

এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০