DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রেড, ইয়োলো, গ্রিন: ৫৪ ব্যাংক

Astha Desk
মার্চ ১৩, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রেড, ইয়োলো, গ্রিন: ৫৪ ব্যাংক

স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট ৯টি ব্যাংক রেড জোনে আছে। এতে ব্যাংকগুলোর ভঙ্গুর আর্থিক দশা সামনে এসেছে। আর ইয়েলো জোনে রয়েছে ২৯টি। অর্থাৎ সেগুলোর পারফরম্যান্স মাঝারি পর্যায়ের। সবমিলিয়ে ৩৮টি ব্যাংক দুর্বল হয়েছে।

এছাড়া গ্রিন জোনে রয়েছে ১৬টি ব্যাংক।সেগুলোর অবস্থা ভালো। এর মানে এগুলোর কার্য সম্পাদন সন্তোষজনক। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, মোট ৫৪টি ব্যাংকের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে এই ম্যাপ তৈরি করা হয়েছে।

রেড জোনে রয়েছে মোট ৯টি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে ৪টিই হলো রাষ্ট্রায়ত্ত। সেগুলো হলো-বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক। এ জোনে রয়েছে সমান সংখ্যক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এগুলো হলো-পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। আর মাত্র ১টি বিদেশি ব্যাংক রেড জোনে পড়েছে। সেটি হলো ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।

মোট ২৯টি ব্যাংক ইয়োলো জোনে আছে। এর মধ্যে ৩টি বাণিজ্যিক ব্যাংকের অবস্থান রেড জোনের কাছাকাছি। সেগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ইয়েলো জোনে রয়েছে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১৯টি প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ৮টি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক। সেগুলো হলো- সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মেঘনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক ও পূবালী ব্যাংক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪