দেশের হয়ে খেলতে এই মুহূর্তে পর্তুগালেই অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আছেন লিসবনে টিম হোটেলে দলের সঙ্গে। এই সুযোগে মাদেইরায় তার বিলাসবহুল বাড়িতে হানা দিয়ে গুরুত্বপূর্ণ বেশকিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে ডাকাতরা।
বুধবার রাতে ঘটে এমন ঘটনা। ডাকাতদেরকে খুঁজছে দেশটির পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা
এদিন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে ছিলেন রোনালদো। অন্যদিকে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ফ্রান্সে। এরই সুযোগে মাদেইরাতে রোনালদোর বাড়িতে হানা দেয় ডাকাতরা।
স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, রোনালদোর একজন কর্মচারী বাড়ির গ্যারেজের গেইট খুলতেই ঢুকে পড়ে ডাকাতদল। তার একজন আত্মীয় পরে পুলিশে খবর দেন। এরইমধ্যে দেশটির পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, ডাকাতদেরকে আটকের চেষ্টা চালাচ্ছে তারা।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।
যদিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে একজনকে শনাক্ত করা গেছে বলে দাবি করছে পুলিশ। সন্দেহজনক ব্যক্তিটি রোনালদোর পরিচিত কেউ হবেন বলে ধারণা করছে পুলিশ।
কি কি চুরি হয়েছে সে বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, রোনালদো স্বাক্ষরিত য়্যুভেন্তাসের একটি জার্সি নিয়ে গেছে চোরের দল। তবে ডাকাতরা রোনালদোর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় একটি পত্রিকা।
পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুঞ্চাল এলাকায় ৪ বছরে এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করেন রোনালদো। ৭ মিলিয়ন ইউরো খরচ করে বানানো এই বাড়িতে ফুটবল পিচের পাশাপাশি আছে অলিম্পিক সাইজের দুটো সুইমিং পুলও। সমুদ্রের পাড়ে বানানো রোনালদোর ‘ড্রিম হাউজে’ ডাকাতদলের হানা দেয়ায় শঙ্কার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।