লিবিয়ায় দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত-২৭
আন্তর্জাতিক ডেস্কঃ
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে
প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে একটি সশস্ত্র উপদলের প্রভাবশালী কমান্ডারকে আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।কমান্ডার মাহমুদ হামজাকে মুক্তি দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
প্রতিদ্বন্দ্বী বাহিনীর হাতে আটক হওয়া সেনা কমান্ডার ৪৪৪ ব্রিগেডের প্রধান এবং এই ব্রিগেডটি ত্রিপোলির বেশিরভাগ নিয়ন্ত্রণ করে থাকেন। সোমবার তাকে মিটিগা বিমানবন্দরে স্পেশাল ডিটারেন্স ফোর্স নামের একটি বাহিনী আটক করে।
স্পেশাল ডিটারেন্স ফোর্স এবং ৪৪৪ ব্রিগেড হচ্ছে ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী দু’টি সামরিক বাহিনী এবং মাহমুদ হামজাকে আটকের পর সোমবার শেষরাত থেকে এই বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই বেঁধে যায়। সূত্র-রয়টার্স।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।