শরীয়তপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত এস এম স্বাধীন
- আপডেট সময় : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১০৫৮ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধি
নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ” এই শ্লোগান নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শরীয়তপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়, জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : নলছিটিতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাহামুদুল হোসাইন খাঁন। শরীয়তপুর স্থানীয় সরকার উপপরিচালক(ভার:) আবেদা আফসারী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।