শিরোনাম:
শার্শায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক
Astha DESK
- আপডেট সময় : ০৭:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৮১ বার পড়া হয়েছে
শার্শায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শায় ১২ কেজি দ গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণের অপরাধে জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।