সিয়াম সরকার জানঃ
আগামীকাল দুপুর ১:৩০ প্রকাশিত হবে এস ডি সাগর ও মুনের ডুয়েট গান ” মন”।
গানটির কথা লিখেছেন মোহাম্মদ সাহজাহান মিয়া পাবলো। মিউজিক কম্পোজিশন করেছেন এস ডি সাগর। গানচিত্রের কাস্টিং এ আছেন, আফসান, আলবিনা ও মুন্না। ড্রোন উড়িয়েছেন লাবলু দাস।
আলোকসজ্জায় আছেন রাকিব ও আলি আহসান। নাজিম আহমেদের গল্প ও পরিচালনায় গানটি আসছে পাম্মি মাল্টিমিডিয়ার ব্যানার থেকে।
গানটির প্রসঙ্গে পাম্মি মাল্টিমিডিয়ায় কর্ণধার পাবলো বলেছেন, গানটি খুবই সুন্দর একটি গান। গানটি আমার নিজের কাছেই খুব ভালো লেগেছে। এ পর্যন্ত অনেকবার শোনা হয়ে গেছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।