DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের হাতেই দেশের বর্তমান ও আগামী-শিক্ষা মন্ত্রী

Astha Desk
মে ২১, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের হাতেই দেশের বর্তমান ও আগামী-শিক্ষা মন্ত্রী

 

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সরকারের সময় দেশে সকল প্রকার উন্নয়ন হয়েছে। মানুষের জিবণ মানের উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টিত হয়েছে। শিক্ষার্থীরা মনযোগ দিয়ে লেখা-পড়া করছে, আর এই শিক্ষার্থীদের হাতেই দেশের বর্তমান ও আগামী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্টানে এ কথা বলেন শিক্ষা মন্ত্রী ডাক্তার দিপু মনি এমপি।

 

২০১৯ সালের এই দিনে হাওর অধ্যুষিত এলাকার প্রাণের প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পাঠদান কার্যক্রম শুরু হয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর দিনটিকে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করে আসেছে।

 

আজ রবিবার (২১ মে) সকাল ১০টা থেকে নানা কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালী, কেক কাটা, নবীন বরণ ও আলোচনা সভা। শুরুতেই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্নিল ব্যালী বের হয়। র‌্যালিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্প সংলগ্ন থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাপ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

 

আরও উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

 

শুভ্র চন্দন মহলী সঞ্চালিত সভায় আরও উপিস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য,অসিম কুমার উকিল এমপি, হাবীবা রহমান খান শেফালী এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০