DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ৬ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Astha Desk
জুলাই ১৬, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পানিতে পুকুরের পানিতে ডুবে আছিয়া (১৪মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের ব্রক্ষ্মশাসন গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মোঃ আজিজুর রহমানের শিশু কন্যা।

 

পরিবারের বরাত দিয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানে অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবু জানান, সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে পার্শ্ববর্তী সাধুর হাটখোলায় ঘুরতে গিয়েছিল আছিয়া। সেখান থেকে ফিরে পরিবারের সবাই একসঙ্গে সকালে ভাত খাওয়া শেষে আছিয়াকে মায়ের কাছে রেখে তার পিতা রাজমিস্ত্রীর কাজে চলে যায়। আছিয়ার মা আছিয়াকে নিয়ে পুকুর পাড়ে থালা-বাসন পরিষ্কার করছিল। হঠাৎ করে বিলে ধানের চাতরে হাঁস পড়েছে এমন খবর পেয়ে মা বিলে ধানের চাতর দেখতে যায়। এসময় আছিয়া পুকুরের ঘাটে খেলার সময় সবার অজান্তে অসাবধানবসত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

 

খোজা খুজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ফাতিমা ইদ্রিস ইভা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১