শ্রীনগরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা
শাহনাজ বেগম/শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) বাজারের শিবনাথ ভান্ডার মুদির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেযে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৯ টার দিকে বাজারের শিবুনাথ সাহা ভাণ্ডার পাইকারী মুদির দোকানসহ ৫টি দোকান আগুনে পুরোপুরি পুড়ে যায়। এসময় দোকানে থাকা ডিজেল, মবিল, মুদি সামগ্রী ও ক্যাশ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা।
শ্রীনগর ফায়ার সার্ভিস, র্যাব-১০, শ্রীনগর থানা পুলিশ, আনসার, সাংবাদিক ও স্থানীয়দের চেষ্টায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী , উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন , মহিলা ভাইস চেয়ারম্যান, রেহেনা বেগম , ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতসহ সকল জনপ্রতিনিধিরা।