DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সন্ধান মিলল আড়াই বছরের পুরনো মমি

Astha Desk
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সন্ধান মিলল আড়াই বছরের পুরনো মমি

আন্তর্জাতিক ডেস্কঃ

মিশরের রাজধানী কায়রো থেকে ১শ ৬৫ মাইল দূরের আল-গোরিফা নামে একটি পাণ্ডববর্জিত স্থানে খনন কাজ চলা কালে আড়াই বছর পূর্বের পুরনো মমির সন্ধান পেয়েছে একদল গবেষক।

পারিবারিক সমাধিক্ষেত্রে যে মমিটি পাওয়া তিনি ছিলেন, তত সময়ের একজন উচ্চশ্রেণির পুরোহিত। তাঁর দেহ মমি করে রাখা ছিল একটি পাথরের তৈরি কফিনের মধ্যে। মমিটবর দেহ জুড়ে মিলেছে প্রচুর সোনার অলঙ্কার ও হাতে তৈরি জিনিসপত্র।

গবেষকদের ধারনা তিনি ছিলেন মিশরের দেবতা থোঠ-এর গায়ক। তাই তাঁর দেহ পুরোহিতের মত অতটা সাজানো ছিলনা।এছাড়া সে সময়ের একটি বোর্ডের খেলা, একটি কুকুরের দেহাবশেষ উদ্ধার হয়েছে।

এই অভিযানটি গবেষকরা লাইভ সম্প্রচারও করেন। দেখানো হয় ডিসকভারি চ্যানেলে লাইভ সম্প্রচার কালে লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ করেন। এমন আরও হয়ত কত কত মমি মাটির তলায় এখনও পড়ে আছে মিশর জুড়ে। যার খোঁজও একদিন না একদিন হয়তো মিলবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১