DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইদের হাতে ভ্যান চালক নিহত

News Editor
অক্টোবর ৩০, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

জামালপুর প্রতিনিধি,রকিব হাসান: জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৪০) নামে এক ভ্যান চালককে চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঘটনার একদিন পর শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল গ্রামে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলমগীর হোসেন ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার বিকেলে ভ্যানগাড়িতে তার চাচাত ভাই একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিমের গরুর খড় বহন করার কথা ছিল। খড় নিতে দেরি হওয়ায় আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে উঠে।

এ নিয়ে সন্ধ্যার দিকে আলমগীর ও রহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি চললে আব্দুর রহিম, তার ভাই শুকুর মাহমুদ ও রঞ্জুসহ কয়েকজন মিলে আলমগীরকে লাঠি দিয়ে এলোপাথারী পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লাশ ফেলে সবাই পালিয়ে যায়।

জামালপুরে কাবিননামা জালিয়াতি, কাজীর বিরুদ্ধে মামলা

এদিকে ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর খবর পায় পুলিশ। বিষয়টি সারারাত ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, তুচ্ছ ঘটনায় ঝগড়ার ঘটনা থেকেই প্রতিপক্ষরা হামলা করে। ঘটনা জানা যায়নি বলেই লাশ উদ্ধারে দেরি হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে।

এ ঘটনায় কাউকে আটক করা না হলেও অভিযান অব্যাহত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও ওসি জানান।

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১