DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সর্বাত্নক লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে খাগড়াছড়ির প্রশাসন

News Editor
জুলাই ১, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

সর্বাত্নক লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে খাগড়াছড়ির প্রশাসন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় সাত দিনের সর্বাত্নক লকডাউনে প্রথম দিন খাগড়াছড়িতে কঠোরভাবে পালিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে জেলা সদরসহ, রামগড়, গুইমারা, লক্ষিছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, পানছড়ি, মহালছড়ি দীঘিনালায় লোকজন চলাচলের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। তবে উপস্থিতি থাকলেও খুবই কম, তাও জরুরী প্রয়োজনে বাহির হয়েছিল কিন্তু সবার মুখে মাষ্ক ছিল। লোকজন চলাচলের উপস্থিতি ঠেকাতে টহল দিতে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনা প্রশাসন।

এছাড়া বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, চলছে কঠোর নজরদারী। উপযুক্ত কারণ দেখাতে না পারলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। করোনা ভাইরাসে জনগণকে সচেতন করতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ কার্যকরে প্রচারণা চালাচ্ছে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।

তবে জরুরী পণ্যবাহী গাড়ি ও প্রশাসনের গাড়ি ছাড়া দূরপাল্লার বাস ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতিত শপিংমলসহ অন্যান্য সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে লকডাউন মানাতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যারা সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে জেল জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।